সাম্প্রতিক অস্ট্রেলিয়ান দাবানল থামাতে যে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন ছিল তা যোগাড় করতে দুনিয়াজুড়ে নানা মানুষ নানা ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করে।এই সময়, কেইলেন ওয়ার্ড নামের লস অ্যাঞ্জেলেসের এক তরুণ মডেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন, দাবানল নেভানোর জন্য গড়ে ওঠা কোনো দাতব্য সংগঠনে যদি কেউ অন্তত ১০ ডলার অর্থ দান করে সেই রিসিট কেইলেনকে দেখায় তাহলে কেইলেন তাকে নিজের ন্যুড ছবি ও ভিডিও পাঠাতে রাজি আছেন। কেইলেনেকে দেখে অনুপ্রাণিত হয়ে আরও বহু মডেল ও পর্ন তারকা একই শর্তে নিজেদের বিবস্ত্র ছবি মানুষকে পাঠানোর ঘোষণা দেন। মাত্র চার দিনে কেইলেন ওয়ার্ড প্রায় এক মিলিয়ন ডলার উত্তোলন করতে সক্ষম হন।